বাকি রয়েছে বাংলার ২২, উত্তর প্রদেশের ২৫, BJP-র নয়া প্রার্থীতালিকা আসবে কবে?

লোকসভা ভোটের দামামা বাজিয়েছে। ইতিমধ্যে দুটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। মঙ্গলবার তৃতীয় তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। জানা গেছে, ইতিমধ্যে একাধিক রাজ্যের আসনগুলিতে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গেছে। এই দফায় কি বাংলার বাকি ২২টি আসনের নাম প্রকাশ্যে আনবে গেরুয়া শিবির? জল্পনা এখন তুঙ্গে।

সোমবার কোর কমিটির বৈঠক বসেছিল বিজেপির। সেখানে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যেগুলির একাধিক আসন নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। মঙ্গলবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির নির্বাচনী কমিটির আরও একটি বৈঠক বসার কথা। তারপরই তৃতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা।

শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বিজেপির দিল্লির বৈঠকে যোগ দিয়েছিলেন। ফলে অনুমান করা হচ্ছে, তৃতীয় দফার প্রার্থী তালিকায় বাংলার বাকি আসনগুলি থাকতে পারে।

লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি কোনও দলই। কংগ্রেসও প্রথম দফায় ৩৯ এবং দ্বিতীয় দফায় ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে। পদ্ম শিবিরের ১৯৫ জন প্রার্থীর নাম ছিল তাদের প্রথম প্রার্থী তালিকায়। দ্বিতীয় লিস্টে ছিল ৭৩ জনের নাম।

এদিকে, সোমবার উত্তর প্রদেশেরও কোর কমিটির বৈঠক হয় বিজেপির। সেখানে বাকি ২৫ আসনে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। কোর কমিটির নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে খবর। একাধিক আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত হতে পারে এদিনের বৈঠকে।

Editor001
  • Editor001