OMG! হাসপাতালের ভেতরেই চলছে বিউটি পার্লারের কাজ, ভিডিও ঘিরে তোলপাড় রাজীনীতি

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কোম্পানি অধিকৃত কর্মীদের বিক্ষোভ নতুন করে তুঙ্গে। সম্প্রতি ওই কর্মীরা দুই বিভাগে ভাগ হয়ে গেছে। অভিযোগ উঠেছে, একাংশের সঙ্গে তৃণমূলের এক নেতার যোগ রয়েছে এবং তিনিই তাদের আন্দোলনে মদত করছেন।

সম্প্রতি হাসপাতালের ভেতরেই অসামাজিক কাজকর্ম করার অভিযোগ ওঠে। মারধর ও রক্তাক্ত কাণ্ডের পর এমন ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সুপার স্পেশালিটি হাসপাতালের ড্রেস পড়া কর্মরত এক মহিলাকর্মী আর এক মহিলার ভ্রু তুলে দিচ্ছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। এই ঘটনায় সোমবার হাসপাতালে বিক্ষোভ দেখান কর্মীরা। সুপারের কাছে ডেপুটেশন দিয়ে পাশাপাশি নতুন করে শ্রমিক নেতার নামে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনিক মহল।

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের শ্রমিক নেতা রাকেশ শীল পাল্টা সরব হয়েছেন। তিনি বলেন, “এসব অভিযোগ মিথ্যা। বিজেপি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের নেতাদের ছত্রচ্ছায়ায় হাসপাতালে দুর্নীতি চলছে। এই ঘটনার তদন্ত হওয়া উচিত।”