মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে গেলেন মুখ্যমন্ত্রী, জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ

রবিবার রাতে গার্ডেনরিচে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন ভেঙে পড়ায় দু’জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে ভবনটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল।
মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।মৃতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে দেওয়া হবে।আহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা করে দেওয়া হবে।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে দুর্ঘটনায় সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়েই দুর্ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হেঁটে এলাকা পরিদর্শন করেন তিনি। বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
গার্ডেনরিচে ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কিছু বাড়ি তৈরি করে প্রোমোটাররা নিশ্চয় ভাববেন, আশেপাশে যে গরীব মানুষগুলো আছে, যেন ক্ষতি না হয়। বাড়ি যাতে মজবুত হয়, সেটা নজর রাখা উচিত।’
তিনি জানান, বিল্ডিংয়ের নীচে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্মাণ কী ভাবে হচ্ছিল, কোনও আইনি বৈধতা হয়েছিল কিনা, সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে বলেও জানিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মান ভবনের বাড়ি ধসের বিপর্যয়ের কথা জেনে আমি দুঃখিত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক এবং দলগুলি (এনডিআরএফ, কেএমসি এবং পুলিশ) উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে।