CAA-নিয়ে মুসলমানদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিভ্রান্তি কাটাতে আসরে নামলো কেন্দ্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে বলেছে যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে ভারতীয় মুসলমানদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সিএএ কার্যকর হওয়ার পর মুসলিম সমাজের মধ্যে যে আশঙ্কার চোরাস্রোত বইছে, তা কাটাতেই এই বিবৃতি।

অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এর প্রভাব ১৮ কোটি ভারতীয় মুসলিমের উপর পড়বে না। ভারতীয় হিন্দুদের মতোই সমস্ত অধিকার বজায় থাকবে তাদেরও। নাগরিকত্ব প্রমাণের জন্য কোনও নথিও তাদের দিতে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, সিএএ-কে যেভাবে বিভাজনমূলক বলা হচ্ছে, তা নিছকই অপপ্রচার। রাজনৈতিক মহলের একাংশ যেভাবে সিএএ-কে মুসলিম বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেছে কেন্দ্র।

সরকারি এই এজেন্সির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সিএএ কোনও সম্প্রদায় কিংবা কমিউনিটির বিরুদ্ধে নয়। আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন।

মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে:

সিএএ ভারতের সংবিধানের মৌলিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ।এই আইন ভারতের কোনও নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করবে না।সিএএ কেবলমাত্র ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পূর্বে ভারতে আসা অবৈধ অভিবাসীদের জন্য প্রযোজ্য।এই আইনের মাধ্যমে ভারতের কোনও নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।

কেন্দ্র সরকার সকলকে আহ্বান জানিয়েছে যাতে তারা সিএএ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকে এবং এই আইন সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য সরকারি ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিগুলি দেখে।