বিদেশী পর্যটককে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮, দম্পতিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ

ভারতে ঘুরতে যাওয়া ব্রাজিলিয়ান-স্প্যানিশ পর্যটককে দল বেঁধে ধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে ভারতে।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ নিয়ে মোট আটজনকে আটক করা হলো। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।
উল্লেখ্য, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে এশিয়া সফরে বের হন ওই পর্যটক। এর অংশ হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশ নিরাপদে ঘুরে ভারতে গিয়েছিলেন তিনি। পরে ভারতের ঝাড়খণ্ডে ধর্ষণের শিকার হন ওই নারী।
পরে তাদের দুজনকে হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা। ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরই মধ্যে পর্যটক দম্পতিকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।