উত্তরবঙ্গের টিকিট বিলি নিয়ে জটিলতা, চাপ বাড়ছে বিজেপি শিবিরে

রাজ্যে ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হলেও, জলপাইগুড়ি, দার্জিলিং সহ আরও একাধিক কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে তৈরি হয়েছে তীব্র চাপানুতাপ।

কোচবিহারে ক্ষোভ:
বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।তাঁর অভিযোগ, তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি এবং তাঁকে ‘ডাস্টবিন’ করে রাখা হয়েছে।তাঁর এক অনুগামীরা ফেসবুক পোস্ট নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

আলিপুরদুয়ারে ক্ষোভ:
বিদায়ী সাংসদ জন বার্লাকে টিকিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।তাঁর দাবি, তাঁর উদ্যোগেই এই কেন্দ্র ছিনিয়ে নিয়েছিল বিজেপি।

অন্যান্য কেন্দ্রে:
কালিম্পংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ‘ভূমিপুত্রকে’ টিকিট না দেওয়ার হুমকি দিয়েছেন।দার্জিলিং কেন্দ্রে টিকিট পেতে আগ্রহী গতবারের বিজেপি সাংসদ রাজু বিস্তা, কিন্তু প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রী্ংলাকে টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা।জলপাইগুড়ি জেলায়ও প্রার্থী নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি।এই ঘটনাগুলি বিজেপির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনে ভালো ফল করতে হলে দলের অভ্যন্তরীণ ঝামেলা মিটিয়ে দ্রুত প্রার্থী নির্বাচন করা জরুরি।