বিবাহবার্ষিকীতে স্বামী উপহার না আনায়, স্বামী কে ছুরি মারলেন স্ত্রী

বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে সুন্দর কোনো উপহার আশা করেছিলেন স্ত্রী। তবে স্বামী কোনো উপহার না নিয়ে ঘরে ফেরায় দুর্ভোগ নেমে আসে তার কপালে। ঘরে প্রবেশের পর স্বামীর কাছে কোনো উপহার দেখতে না পাওয়ায় তাকে ছুরিকাঘাত করে বসেন স্ত্রী। সম্প্রতি ভারতের বেঙ্গুলুরুতে ঘটেছে এ ঘটনা।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ৩৭ বছর বয়সী কিরণ খালি হাতেই বাসায় ফেরেন।

ওইদিন ছিল তাদের বিবাহবার্ষিকী। খালি হাতে বাসায় ফেরায় স্ত্রী বিষয়টি সহ্য করতে না পেরে তাকে রান্না ঘরের ছুরি দিয়ে আঘাত করে। এ সময় কিরণ আঘাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি।

স্ত্রীর ছুরিকাঘাতে তার হাত জখম হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ১ মার্চ স্ত্রী সন্ধ্যার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে পুলিশ বলছে, বিষয়টি পারিবারিক। এজন্য দুজনের মধ্যে আলোচনার করে এর সমাধান করতে পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় পর কিরণ তার স্ত্রীকে কাউন্সেলিং করার জন্য চেষ্টা করছেন। ভারতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে নারীরা গৃহস্থলির কাজে বেশি চাপ অনুভব করলে খেই হারিয়ে ফেলে। ফলে অনেক ক্ষেত্রে নারীদের কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Editor001
  • Editor001