বিয়ের আসরে এসে হঠাৎ জ্ঞান হারালেন কনে! তারপর যা….ঘটলো ?

বিয়ের দিন নতুন জীবন শুরু করা নিয়ে ভাবনা, চাপা উৎকণ্ঠা কিছুই অস্বাভাবিক নয়। তবে অনেক সময় সেই উত্তেজনা থেকে ঘটে বিপত্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘটেছে এমনই এক ঘটনা।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ২৮ বছরের ক্যাথারিন ফ্র্যাঙ্ক এবং তার প্রেমিক অ্যালেক্সের বিয়ের আসর বসেছিল স্থানীয় এক গির্জায়। আংটি বদল সেরে বান্ধবীদের সঙ্গে ছবি তুলছিলেন ক্যাথরিন। বিয়ের আনন্দে নাচগানও চলছিল। হইহুল্লোড় আর আনন্দ উদযাপনের মাঝেই হঠাৎ অজ্ঞান হয়ে যান কনে।
আনন্দঘন পরিবেশে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। চোখে-মুখে পানি ছিটিয়েও জ্ঞান ফিরছিলো না কনের। পরে চিকিৎসকে ডেকে আনা হয়। প্রায় দেড় ঘণ্টা চিকিৎসার পরে চোখ মেলে ক্যাথরিন। চিকিৎসক জানান, অতিরিক্ত উত্তেজনার কারণেই এমন হয়েছে।
ক্যাথরিনের পরিবার এবং তার বন্ধুরা জানান, বিয়ে নিয়ে একটু বেশিই উত্তেজিত ছিলেন তিনি। বিয়ের আগে কয়েক কয়েকদিন ঘুম তো দূর বিশ্রামও নেননি ঠিকমতো। বিয়ের দিন সকাল থেকেও কিছু খাননি ক্যাথরিন। সেই সঙ্গে প্রেমিককে স্বামী হিসাবে পাওয়ার আনন্দও ছিল।
চিকিৎসকদের মতে, অনেক সময় অতিরিক্ত উত্তেজনা, আনন্দ শারীরিক অসুস্থতার কারণ হয়ে ওঠে। এ ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সুস্থ হয়ে ওঠার পর নির্বিঘ্নেই তাদের বিবাহ পর্ব সম্পন্ন হয়েছে।