ভারতে রমজানের পবিত্র চাঁদ দেখা যাবে কবে? জেনেনিন সম্ভাব্য দিনক্ষণ

রমজানের আগমন ঘনিয়ে এসেছে। ধর্মপ্রাণ মুসলিমরা এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
চাঁদ দেখা
রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাঁদ দেখা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, নবম মাসে রমজান পালিত হয়। চাঁদ দেখার উপরই নির্ভর করবে রমজান শুরুর দিনক্ষণ।
ভারতে রমজানের চাঁদ দেখা
চলতি বছর রমজান মাস ১১ অথবা ১২ মার্চ থেকে শুরু হতে পারে। সৌদি আরবের মক্কা থেকে প্রথম এই চাঁদ দেখা হয়। এরপর ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে চাঁদ দেখা হয়।
রমজানের গুরুত্ব
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাসজুড়ে মুসলিমরা আল্লাহর কাছে দোয়া চান, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, দান-ধ্যানে মগ্ন হন এবং আত্মার শুদ্ধিকরণ করে থাকেন।
রমজানের চাঁদের গুরুত্ব
চাঁদ দেখার মধ্য দিয়েই পবিত্র রমজান মাস শুরু হয়। মুসলিমদের পরবর্তী অনুষ্ঠানের জন্য এই চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সময় নির্ধারণ করেন।
রমজানের ক্যালেন্ডার
আলা হজরত দরগা রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে।
রমজানের প্রথম দিন কত ঘণ্টা রোজা?
রমজানের প্রথম দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা হয়।
উল্লেখ্য:
এই বছর রমজান মাস ১১ অথবা ১২ মার্চ থেকে শুরু হতে পারে।
ভারতে ১১ অথবা ১২ মার্চ রমজানের চাঁদ দেখা যাবে।
৯ অথবা ১০ এপ্রিল ইদ উদযাপন করা হবে।