অন্যের স্ত্রীকে বিয়ে-মাদক আসক্তি, ঠিকানা রিহ্যাবে! জেনেনিন এখন কোথায় সা রে গা মা পা খ্যাত নোবেল?

খ্যাতির শিখরে থাকাকালীন একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠা, টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়া, এক মহিলাকে জোর করে তুলে আনার অভিযোগ – এসবের জের ধরে নোবেলের খ্যাতি ক্রমশ ম্লান হতে থাকে।
গত বছর নভেম্বর মাসে, নোবেলকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। এরপর থেকে তাঁর কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন নোবেল, তা নিয়ে এখন চিন্তিত তাঁর ভক্তরা।
নোবেলের সোশ্যাল মিডিয়ার পোস্ট:
রিহ্যাবে থাকাকালীন একটি গান বাঁধেন নোবেল এবং গত বছরের ২৬ নভেম্বর সোশ্যাল মিডিয়াতে সেই গান শোনা গিয়েছিল।এর আগে তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নতুন গান ও ভাবনার কথা শেয়ার করেছিলেন।গত মাসের ২৫ তারিখ রাতে একটি ইমোজি এবং ২৭ জানুয়ারি ‘আলবিদা’ লেখা একটি ঘুমের ইমোজি পোস্ট করেন নোবেল।এই পোস্টগুলো নোবেলের ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
নোবেলের বিতর্কিত জীবন:
গত বছরের মে মাসে তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নোবেলের।নভেম্বর মাসে এক মহিলার ঠোঁটে ঠোঁট রাখা ছবি পোস্ট করে চতুর্থবার বিয়ে করার খবর জানান নোবেল।ওই মহিলা ফারজানা আরশি নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।ফারজানার দাবি, নোবেল তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন এবং মাদক খাইয়ে অন্তরঙ্গ ছবি তুলেছিলেন।এই ঘটনার পর নোবেলকে আবার রিহ্যাবে পাঠানো হয়।
নোবেলের ভবিষ্যৎ:
নোবেল এখনও রিহ্যাবেই আছেন কিনা তা স্পষ্ট নয়।তিনি কখন সুস্থ হয়ে স্টেজে ফিরবেন তাও অনিশ্চিত।নোবেলের ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা ও সঙ্গীত জগতে ফিরে আসার জন্য অপেক্ষায় রয়েছেন।
নোবেলের ঘটনা আমাদের কী শিক্ষা দেয়:
খ্যাতি ও জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী নয়।ব্যক্তিগত জীবনে সুশৃঙ্খলা না থাকলে পেশাগত জীবনেও বিরূপ প্রভাব পড়ে।বিতর্ক ও কেলেঙ্কারি এড়িয়ে শিল্পীদের উচিত দায়িত্বশীল আচরণ করা।