RUSHvsUKR: রাতের অন্ধকারে হামলা করলো ইউক্রেন, দাউ দাউ করে জ্বলল রাশিয়ার জাহাজ!

ইউক্রেনের মিসাইল হামলায় রুশ জাহাজ ধ্বংস!
ক্রিমিয়ার কাছে দাঁড়িয়ে থাকা রাশিয়ার একটি পেট্রোল বোঝাই জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং তা সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যায়।
হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা এখনও জানা যায়নি। জাহাজটিতে কতজন কর্মী ছিলেন এবং হামলার সময় তারা কোথায় ছিলেন তাও স্পষ্ট নয়।
এই ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে একটি নতুন মোড় নিয়ে আসতে পারে। এর আগে ইউক্রেন রুশ সেনাবাহিনীর ঘাঁটি ও সামরিক সরঞ্জামে হামলা চালিয়েছে, তবে রুশ জাহাজে হামলা এটিই প্রথম।
রাশিয়া এখনও এই হামলার প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, মস্কো এই ঘটনার তীব্র নিন্দা জানাবে এবং ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।
এই ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এই হামলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে আরও তীব্র করতে পারে।
BREAKING: Ukraine destroys Russian patrol ship Sergey Kotov near Crimea pic.twitter.com/7bwaLYTe09
— BNO News (@BNONews) March 5, 2024