OMG! ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে মা-বাবার সামনেই মৃত্যু হলো ৭ বছরের শিশুর

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের সামনেই ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ফ্রান্সের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি নৌকায় করে চ্যানেল পাড়ি দিচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে তার মৃত্যু হয়। নৌকাটিতে মোট ১৬ জন অভিবাসী ছিলেন। এটি ডানকার্ক উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ডুবে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটির এত লোকের ধারণক্ষমতা ছিল না। মেয়েটির পিতা-মাতাসহ আরো তিন শিশুকে ডানকার্কের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ প্রেফেট ডু নর্ড জানিয়েছে, এক পথচারীর মাধ্যমে পুলিশ ও দমকলকর্মীরা নৌকাডুবির বিষয়ে সতর্ক হয়েছিলেন।
এক বিবৃতিতে কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে নৌকাটি চুরি করা ছিল। এটি এত বেশি লোক ধারণ করার মতো যথেষ্ট বড় ছিল না।
প্রেফেট ডু নর্ড জানিয়েছে, নৌকাটিতে এক দম্পতি ও তাদের ৪ সন্তান ছিলেন। এছাড়া তাদের মাও গর্ভবর্তী ছিলেন। মারা যাওয়া ৭ বছরের মেয়েটি তাদের ছোট সন্তান। তারা কোন দেশের তা জানার চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ঘটনায় দুই পুরুষসহ ৬ শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
ডানকার্কের প্রসিকিউটর জানিয়েছেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এর আগে, বুধবারও ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করে ৩ অভিবাসী মারা গিয়েছিলেন। সর্বশেষ ৭ বছরের মেয়ের মৃত্যু ঘটল। এদিন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাওয়া অন্তত ২৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: বিবিসি