SPORTS: ‘যেখানে বলবে সেখানে খেলব’, ডার্বি নিয়ে অবস্থান স্পষ্ট করল মোহনবাগান

১০ মার্চ আয়োজিত হতে চলা ISL-এর দ্বিতীয় পর্বের ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বলা হয়েছে ওই দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়, ফলে পিছিয়ে দিতে হবে ডার্বি। একই দিনে রয়েছে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। ডার্বি নিয়ে সমস্যা হওয়ায় মাথায় হাত আয়োজক ইস্টবেঙ্গলের। দিন বদল হলেও সমস্যা বাড়বে।
এই পরিস্থিতিতে মোহনবাগান তাদের অবস্থান স্পষ্ট করেছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “ওরা অর্থাৎ, ইস্টবেঙ্গল হোস্ট, ওরা যেখানে বলবে সেখানে খেলব। আমাদের এখানে কিছু বলার নেই, চূড়ান্তটা FSDL ঠিক করবে।”
১০ মার্চ ডার্বি না হলে ১১ তারিখ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ১৩ তারিখ মোহনবাগানের ম্যাচ থাকায় তারা ১১ তারিখ খেলতে রাজি নয়। দেবাশিস দত্ত বলেন, “আমরা জানিয়েছি ১১ তারিখ খেলতে অসুবিধা নেই। তাহলে ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখ করতে হবে।”
এদিকে ডার্বি ১০ তারিখ বাতিলের খবরও ছড়িয়ে পড়েছে। এর জবাবে দেবাশিস দত্ত বলেন, “অনেকে বলছে মোহনবাগান খেলতে চায় না, সব মিথ্যা কথা। আমরা সবদিন খেলতে রাজি। তবে ১৩ তারিখটা ১৪ তারিখ করতে হবে।”
মোহনবাগানের দাবি, ১৩ তারিখের ম্যাচের দিন বদল করলে প্লেয়াররা পর্যাপ্ত রেস্ট পাবে।
এদিকে ডার্বির ভেন্যু নিয়েও জল্পনা চলছে। কলিঙ্গ স্টেডিয়ামে ডার্বি আয়োজনের প্রস্তাবও উঠে এসেছে। তবে কলকাতার অনেক সমর্থক সেখানে খেলা দেখতে যেতে পারবেন না বলে সেখানে ডার্বি আয়োজনের সম্ভাবনা কম।
৯ তারিখ ডার্বি আয়োজনের আরেকটি প্রস্তাব রয়েছে। সেক্ষেত্রে ৯ তারিখ ডাবল হেডার হতে পারে।
এই মুহূর্তে ডার্বি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। FSDL-এর সিদ্ধান্তের উপর নির্ভর করছে ডার্বি কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে।