BigNews: বাংলা সফরে মোদি, ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা প্রধাণমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে যাওয়ার কথা রয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনকৃষ্ণনগরে জনসভাকৃষ্ণনগর এবং রানাঘাট এই দুই আসনের জন্য বড় বার্তা দিতে পারেন মোদী, এমনটাই আশা বিজেপির শিবিরের।

বাংলার উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন তিনি।

এদিন প্রকল্পগুলির কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এর মধ্যে রয়েছে ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন। বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে বাংলা আত্মনির্ভর হয়ে উঠবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী। গতকাল আরামবাগে ৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি কচুরি খাওয়ার ছবি শেয়ার করেন। সেখানে লেখেন, “আজ করিমপুরের রমেন ঘোষের দোকানের ডালপুরি দিয়ে সকাল শুরু হল। মাই ফেভারিট, প্রধানমন্ত্রী মোদীজি-আসুন না একটু খেয়ে যান।”

ঘাটালে অভিনেতা দেবের মতো মহারাজা কৃষ্ণচন্দ্রের তালুকে টিকেটে লড়বেন মহুয়া মৈত্র।