BJP ছেড়ে TMC তে যোগ দিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি, হাতে নিলেন পতাকা

লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বিজেপির জন্য এটি একটি বড় ধাক্কা। কোচবিহার জেলা সভাপতি সাদিক আলি মিয়াঁ বিজেপির সংখ্যালঘু সেল থেকে পদত্যাগ করেছেন। তৃণমূলের মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ ড. শান্তনু সেন শুক্রবার মাথাভাঙ্গা ২ ব্লকের দলীয় কার্যালয়ে সিদ্দিক আলীকে তৃণমূলের পতাকা তুলে দেন। দল পরিবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সভাপতি জিরীন্দ্রনাথ বর্মণ, তৃণমূল নেতা সাবলু বর্মণ প্রমুখ।

তৃণমূল জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক বলেন, “সবে শুরু। তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি। লোকসভা ভোটে বিজেপি কোচবিহার আসনে হারবে।” যোগদানের পর সিদ্দিক আলী মিয়াঁর বলেন”বিজেপি মুখে বলে ‘সব কা সাথ সব কা বিকাশ’। আর বাস্তবে হিন্দু মুসলিম করে। তাই দিদির উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম।”

বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সরকার এই প্রসঙ্গে বলেন,”বিষয়টি জানা নেই। যদি এই ঘটনা সত্য হয় তাহলে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলে যোগদান করেছেন। কারণ যারা প্রকৃত অর্থে বিজেপি করেন তারা তৃণমূলে যোগদান করবেন না। যারা লোভী, যাদের কিছু পাওয়ার আশা থাকে তারাই দলবদল করে তৃণমূলে যায়।”