মুখ্যমন্ত্রীকে ‘মা দুর্গা’র সঙ্গে তুলনা, DM -এর মন্তব্যে শুরু বিতর্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার তুলনা। সেই তুলনায় পূর্ব বর্ধমান ম্যাজিস্ট্রেট বিতর্কিত। সরকারি মেলা সভামঞ্চ থেকে তার মুখ থেকে বিতর্কিত মন্তব্য এসেছে। এ নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক।
শুক্রবার বর্ধমানের স্পন্দন গ্রাউন্ডে জেলা সৃষ্টি শ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটা উদাহরণ দেব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই কিন্তু তাঁর সেই সাফল্য ও কার্যক্রম করে আসছেন। আমি আপনাদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন, তাহলে কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আপনাদের কাছে। আমি অনুরোধ করব, সেই উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন।’
বিতর্ক প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘সৃষ্টিশ্রী মেলা ছিল, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মেলা তাদের উৎসাহ প্রদানের জন্য তাদের তাদের মধ্যে যে মাতৃ শক্তি আছে দুর্গা শক্তি আছে তার উত্তরনের কথা বলা হয়েছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা সুতরাং তিনি যদি এভাবে করতে পারে আপনারও মহিলা তাঁদের উত্তরণ হতে পারে। মূলত মহিলা শক্তিকে জাগরিত করার ও উৎসাহ জাগানোর জন্যই বলা।’