প্রার্থী যে-ই হোন, গ্যারান্টি থাকবে মোদীর, কৃষ্ণনগর আসন উদ্ধারে সেনাপতি নমোই?

যে কোনো দিন ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ। 400 টিরও বেশি আসনে জয়ের জন্য প্রচার শুরু করেছে বিজেপি। তাদের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় একটি ভার্চুয়াল নির্বাচনী সমাবেশ করছেন। আরামবাগ নাকি কৃষ্ণনগর, প্রার্থী ঘোষণা করা হবে পরে। যাইহোক, শুক্রবার একটি বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রার্থী যেই হোক না কেন মোদির গ্যারান্টি থাকবে।

ঘাটালে অভিনেতা দেবের মতো মহারাজা কৃষ্ণচন্দ্রের তালুকে টিকেটে লড়বেন মহুয়া মৈত্র।লোকসভা থেকে বহিষ্কৃত মাহওয়াকে সমর্থন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন? মহুয়া মানুষের ভোটে জিতবে। আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে মহুয়াকে।’

মমতার কথায়, ‘রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন। মা-বোনেরা ভালোভাবে জানেন তিনি কী করে বেড়াচ্ছেন। এবার কিন্তু আপনারা রানাঘাটেও আমাদের সমর্থন দেবেন। প্লিজ দেবেন।’

বিজেপির পার্থসারথি চট্টোপাধ্যায় একসুরে বলেন, ‘কৃষ্ণনগরের জনসভায় দেড় লক্ষের বেশি মানুষের সমাবেশ হবে। আমরা এবার কৃষ্ণনগর ও রানাঘাট, জেলার দু’টি আসনই জিতব।’