Dear Lottery : বাংলায় নকল লটারি চক্রের সন্ধান, গ্রেফতার ছাপাখানার মালিক সহ ৪ জন

রাজ্যে লটারির টিকিটের জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে। সম্প্রতি শিলিগুড়িতে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি জাল লটারি তৈরির চক্রকে উদ্ধার করেছে।

শুক্রবার দুপুর থেকেই শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনি এলাকায় একটি ছাপাখানায় তল্লাশি অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ।

এই অভিযানে ছাপাখানার মালিক সহ মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে।অভিযান চালিয়ে ছাপাখানা থেকে কয়েক কার্টুন নকল লটারি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ করছে পুলিশ। নকল লটারি ছাপিয়ে তা বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেই পুলিশ মনে করছে।

বিষয়টি জানার পর লটারি কোম্পানিগুলির তরফেও খোজখবর শুরু করা হয়েছে।জাল লটারিগুলি বিশেষ করে চা বাগান, গ্রাম এলাকাগুলিতে বিক্রি করা হতো।

পুলিশ এই জাল লটারি চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, রাজ্যের অন্য কোনও প্রান্তে এই জাল চক্র রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখছে।লোকজনকে সতর্ক করা হচ্ছে যাতে তারা জাল লটারির প্রতারণায় না পড়ে।

এই ঘটনা লটারি ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি উন্মোচন করে। পুলিশের এই অভিযান জাল লটারি চক্রের বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ।