INDIA: দিল্লি-উত্তর প্রদেশের পর মহারাষ্ট্র, ইন্ডিয়া জোটের হয়ে গেল আসন রফা?

দিল্লি ও উত্তর প্রদেশের পর মহারাষ্ট্রেও আসন সমঝোতায় পৌঁছেছে ‘ইন্ডিয়া’ জোট। সূত্রে জানা গেছে, মহা বিকাশ অঘাড়ি জোটের তিন শরিক – উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি – ৪৮টি লোকসভা আসনের ভাগবাটোয়ারা চূড়ান্ত করেছে।
আসন ভাগ:
শিবসেনা: ২০টি আসন
কংগ্রেস: ১৮টি আসন
এনসিপি: ১০টি আসন
বঞ্চিত বহুজন অঘাড়ি:
প্রথমে ৫টি আসন দাবি করেছিল
শিবসেনা থেকে ২টি আসন পাচ্ছে
রাজু শেট্টির জন্য এনসিপি সমর্থন
মুম্বই:
৬টি আসনের মধ্যে শিবসেনার ঝুলিতে ৪টি
উত্তর পূর্ব মুম্বই: বঞ্চিত বহুজন অঘাড়িকে দেওয়া হতে পারে
আলোচনা ও সমঝোতা:
৩৯টি আসনে সমঝোতা চূড়ান্ত
মুম্বইয়ের দক্ষিণ মধ্য ও উত্তর পশ্চিম আসন নিয়ে জট
রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের ফোনে আলোচনা
সমঝোতা চূড়ান্ত
২০১৯ সালের ফল:
বিজেপি-শিবসেনা জোট:
২৩টি আসনে লড়াই
১৮টিতে জয়
মুম্বইর দক্ষিণ মধ্য ও উত্তর পশ্চিম আসন জয়
কংগ্রেস:
২৫টি আসনে লড়াই
১টিতে জয় (চন্দ্রপুর)
এনসিপি:
১৯টি আসনে লড়াই
৪টিতে জয়
বিজেপি:
২৫টি আসনে লড়াই
২৩টিতে জয়
এই বছর:
বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) ও এনসিপি (অজিত পাওয়ার) জোটউত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা, মহারাষ্ট্রে ‘ইন্ডিয়া’ জোটের ফল কী হবে?