শাহজাহানের গ্রেপ্তারিতে অভিষেককে ‘কৃতিত্ব’ দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ

৫৫ দিন পর, অবশেষে বৃহস্পতিবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তার গ্রেপ্তারির ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের নির্দেশের কারণে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছিল না।

শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, অভিষেকের দৃষ্টি আকর্ষণ করার পর আদালত পুলিশকে গ্রেপ্তারির অনুমতি দিয়েছে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে বলেন, ‘আদালতের বাধা ছিল পুলিশ কাজ করতে পারেনি, অভিষেক দৃষ্টি আকর্ষণ করাতেই আদালত বাধা সরিয়েছে পুলিশ যা করার করেছে।’

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্যানম অভিষেকের বক্তব্যকে অস্বীকার করে জানান, আদালত পুলিশকে গ্রেপ্তারির নির্দেশ দেয়নি। শুধুমাত্র সিট গঠনে স্থগিতাদেশ ছিল।

বিরোধী দলগুলি দাবি করে আসছিল, তৃণমূল শাহজাহানকে আশ্রয় দিয়েছে। প্রধান বিচারপতির বক্তব্যের পর তাদের অভিযোগে সিলমোহর পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের দাবি, আদালতের নির্দেশের কারণে শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। বিরোধীরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করছিল।শেখ শাহজাহানের গ্রেপ্তারির ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এখনও থেমে নেই। আগামী দিনগুলোতে এই ঘটনার পরিণতি কী হবে তা দেখার অপেক্ষায় রয়েছে সকলে।