পোস্টার হাতে বাড়ির সামনে টেট চাকরিপ্রার্থীরা, মিটিংয়ে বসলেন কুণাল ঘোষ

দীর্ঘ অপেক্ষায় হতাশ টেট চাকরিপ্রার্থীরা এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়ির সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। দিনের পর দিন ধরে আন্দোলন করেও কোনো সমাধান না পেয়ে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এক চাকরিপ্রার্থী বলেন, “কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র টেট চাকরিপ্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন। পুলিশও এই পরিস্থিতিতে হতবুদ্ধি।”

আরেক চাকরিপ্রার্থী জানান, “কুণাল ঘোষ আমাদের সাথে কথা বলেছিলেন। আমরা যখন বিকাশভবনে গিয়েছিলাম তখন তিনি অন্যত্র আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এখন তিনি আমাদের নিয়ে বক্তব্য দিয়েছেন। অন্তত পাঁচ মিনিটের জন্য আমাদের সাথে দেখা করার আবেদন জানাচ্ছি। সরকার পক্ষ থেকে কেউ আমাদের সাথে কথা বলুন। আমরা দিশেহারা হয়ে পড়েছি।”

অন্যদিকে, কুণাল ঘোষ আজ এসএলএসটি চাকরিপ্রার্থীদের দাবি শিক্ষা দফতরকে জানাতে বিকাশ ভবনে যান। সেখানে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এসএসসির চেয়ারম্যান সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কুণাল ঘোষ বলেন, “এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। কর্মপ্রার্থীদের প্রতিনিধিদল আমার সাথে দেখা করেছিলেন। আমি সরকারের কেউ নই। কোনও সরকারি পদে নেই। তবে তাদের সাহায্য করার চেষ্টা করছি।”