বাংলার দাবার জগতে নতুন দিগন্ত! সোনা জিতলেন মিত্রাভ গুহ

মালয়েশিয়ার মালেকায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে বাংলার গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ স্বর্ণ জিতেছেন। ৯ পয়েন্টের মধ্যে ৭.৫ পয়েন্ট নিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

এই সাফল্য বাংলার দাবার জন্য গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে ভারতীয় দাবাড়ুদের দাপট দেখা গেছে। শেষ ৯ সংস্করণে সববারই স্বর্ণ জিতেছেন কোনও না কোনও ভারতীয়। মঙ্গলবার মালেকায় সেই ধারা অব্যাহত রাখতে পেরে খুশি মিত্রাভ।

গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিলেন মিত্রাভ। এবার তিনি পদকের রঙ বদলে ফেলেছেন। সোনা জয়ের পর তিনি বলেছেন, “কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আগের বার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপরতা ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। আমি খুশি।”

মালেকায় প্রথম থেকেই চ্যাম্পিয়নের মেজাজে ছিলেন মিত্রাভ। প্রথম রাউন্ডে স্থানীয় দাবাড়ু জিন চেং চংকে হারান তিনি। এরপর পরের দুই রাউন্ডে অজি তু জিয়াং গুয়েন এবং সিঙ্গাপুরের কুইয়ানিউন গংকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন।

মিত্রাভ গুহ এই প্রতিযোগিতায় তিন জন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন।

এছাড়াও, অনূর্ধ্ব-৮ বিভাগে খুদে সর্বার্থ মণি চ্যাম্পিয়ন হয়েছেন এবং মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে সপর্যা ঘোষ রানার্স-আপ হয়েছেন।