বারাণসীতে হ্যাটট্রিক মোদীর! কোন কোন আসন ছিনিয়ে নেবে ইন্ডিয়া জোট? জনমত সমীক্ষায় চমকপ্রদ তথ্য

TV-CNX-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৮টিতে জয়ী হতে পারে NDA। BJP-র নেতৃত্বাধীন NDA জোট ৫৩.১৬% ভোট পেতে পারে। পশ্চিম উত্তর প্রদেশ, রোহিলখণ্ড, বুন্দেলখণ্ড এবং আওয়ধে NDA ক্লিন স্যুইপ করতে পারে। দোয়াবের ১৩টি আসনের মধ্যে একটি আসনে জিততে পারে ইন্ডিয়া জোট। পূর্বাঞ্চলের ২৯টি আসনের মধ্যে NDA ২৮টি এবং ইন্ডিয়া জোট একটি আসন পেতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে বিপুল ভোটে জয়ী হবেন বলে পূর্বাভাস। মুজফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, লখনউ, এলাহাবাদ, ফৈজাবাদ থেকেও NDA প্রার্থীরাই জয়ী হবেন। ইন্ডিয়া জোট মইনপুরী এবং আজমগড় আসন জিতে নিতে পারে। আমেঠি, গৌতম বুদ্ধনগর, পিলভিট, সুলতানপুর, কন্নৌজ এবং মির্জাপুরে NDA এবং INDIA-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। রায়বরেলি, রামপুর, ফিরোজাবাদ, বদায়ু এবং গাজিপুরে INDIA জোট এগিয়ে থাকতে পারে।

এই সমীক্ষা ৫ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের ৮০টি আসনে চালানো হয়েছিল।