“এক এক জায়গার এক একটা চেহারা”,-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা নিয়ে মুখ খুললেন মমতা

বিজেপি সন্দেশখালির ঘটনার সাথে নন্দীগ্রামের তুলনা টেনে ময়দানে নেমেছে। অন্যদিকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন যে এই দুটি ঘটনা এক নয়।

বুধবার বাঁকুড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও তিনি একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা-এক এক জায়গার এক একটা চেহারা রয়েছে। কাজেই একটার সঙ্গে আর একটার তুলনা টেনে নিজেরা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না। কোথাও অত্যাচার হোক চাই না।’

তিনি বলেন, ‘যাঁরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভাণ্ডার! আমার ভাণ্ডারে অনেক কিছু জমা রয়েছে। আমার ভাণ্ডার খুললে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি ভুল জিনিসকে প্রশয় দিই না। জ্ঞানত দেবও না। যতটা পারব মানুষকে সাহায্য করব। মানুষকে সাহায্য করাই আমার কাজ। ভালো কাজের কোনও তুলনা হয় না। খারাপ কাজ যাঁরা করে খারাপ যাঁরা বলে বলে সেই দিকে তাকাবেন না।’