OMG! মন্দিরে বিয়ের পর প্রেমিককে ‘মারধর’ প্রেমিকার, পুলিশের দ্বারস্থ বিহারের তরুণ

প্রেমিকার প্রতারণা ও নির্যাতনের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন পাটনার এক যুবক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রায়গঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অজিত কুমার নামের ওই যুবক।
অজিতের দাবি, করণদিঘি থানা এলাকার এক তরুণীর সঙ্গে তার এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর সাথে বিয়েও সারেন তিনি। বিয়ের পর থেকেই প্রেমিকা ও তার পরিবার অজিতের সাথে দূর্ব্যবহার শুরু করে। অভিযোগে বলা হয়েছে, রায়গঞ্জ শহরের একটি মন্দিরে বিয়ে করার পর প্রেমিকা ও তার পরিবার অজিতকে করণদিঘিতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এ সময় অজিতের গলার সোনার চেন, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি তাকে খুনের চেষ্টারও অভিযোগ উঠেছে।
অজিত বলেন, “এক তরুণীর সঙ্গে এক বছর ধরে আমার প্রেমের সম্পর্ক ছিল। দিন কয়েক আগে আমরা একটি মন্দিরে বিয়ে করি। এরপর আমার প্রেমিকার পরিবারের লোকেরা আমাকে ডেকে নিয়ে যায় করণদিঘি এলাকায়। সেখানে আমাকে তাঁর পরিবারের লোকেরা বেধড়ক মারধর করেন এবং আমার সোনার চেন, মোবাইল ফোন, মানিব্যাগ সহ সমস্ত কিছু ছিনিয়ে নেন। আমাকে খুন করারও চেষ্টা করেন। আমি করণদিঘি থানাতে গেলে আমার অভিযোগ মিথ্যা বলে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরে আমি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।”
এই ঘটনায় তুমুল চঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অজিতের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।