প্রেমের প্রস্তাবে সাড়া দিয়েই সর্বনাশ! কিশোরীকে অপহরণ করে এক মাস ধরে ধর্ষণ যুবকের

রায়গঞ্জের একটি মেয়ে ফেসবুকে প্রেমের প্রস্তাবের উত্তর দেওয়ার পরে নিজেকে সমস্যায় ফেলেছে। দিল্লিতে কর্মরত এক নির্মাণ শ্রমিক তার পরিচয় গোপন করে একটি মেয়েকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। নির্মাতা নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। এরপর ফেসবুকে তাদের ঘনিষ্ঠতা শুরু হয়। নির্মাতা তার দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটিকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

প্রস্তাব মেনে প্রেমে অন্ধ হয়ে মেয়েটির সঙ্গে চলে যায় অভিযুক্ত। কিন্তু রায়গঞ্জের মেয়েটিকে পশ্চিম মেদিনীপুরের খাজুরিতে তার বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দী করে রাখা হয়।

প্রায় এক মাস গৃহবন্দি থাকা অবস্থায় তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই সাথে চলতে থাকে নির্যাতন।

মেয়েটির পরিবার মেয়েটিকে খুঁজে না পেয়ে অপহরণের অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে অভিযুক্তকে খেজুরি থেকে গ্রেফতার করে। মেয়েটিকে রক্ষা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নাম ঠিক থাকলেও ফেসবুকে আরেকটি ছবি দিয়ে মেয়েটির মন জয় করেছেন নির্মাণ শ্রমিক। যদিও পরে তার বন্ধুরা তার পরিচয় প্রকাশ করে।

রায়গঞ্জ জেলা আদালতের পাবলিক অ্যাডভোকেট শেখর পাল বলেছেন, “পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইন এবং ভারতীয় দণ্ডবিধির 363 ধারায় মামলা দায়ের করেছে।” অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার।