সুগার-প্রেসারের রোগীদের জন্য সুখবর! ৭৫ লাখ রোগীর জন্য সরকারের বিশেষ চিকিৎসা

রাজ্যের স্বাস্থ্য দফতর ২০২৫ সালের মধ্যে ৭৫ লাখ হাই প্রেশার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই মর্মে রাজ্যের সবক’টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী, বাংলার ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের সুগার এবং ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। সংখ্যার দিক থেকে তা হল যথাক্রমে ৯০ লাখ ও ১ কোটি।
৩০ বছর ঊর্ধ্ব রাজ্যবাসীর ৮০ শতাংশের তথ্য নথিভুক্ত এবং সুগার – প্রেশার পরীক্ষা করা হবে।
মোট সুগার ও প্রেশারের রোগীর অন্তত ৬০ শতাংশের রেজিস্ট্রেশন ও দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করা হবে।
রোজকার ক্লিনিক ছাড়াও প্রতি মাসে গ্রামীণ এলাকা এবং শহরাঞ্চলে কমপক্ষে ২টি করে ক্যাম্প করা হবে।
হাসপাতালের টিকিট কাউন্টারে সাইনবোর্ড দিয়ে জানিয়ে দিতে হবে যে ৩০ বছর ঊর্ধ্বদের বিনামূল্যে সুগার এবং প্রেশার পরীক্ষা করা হয়।
টিবি কর্মসূচি, তামাকজাত বস্তু সেবন পরিত্যাগ কেন্দ্র, সিওপিডি ক্লিনিক প্রভৃতি কর্মসূচির সঙ্গে সমস্ত এনসিডি ক্লিনিককে যুক্ত করতে হবে।
বিভিন্ন মেডিক্যাল কলেজে গুচ্ছ গুচ্ছ রোগী সুগার ও প্রেশার সংক্রান্ত চিকিৎসা করাতে আসেন, এক্ষেত্রে সেই তথ্যভাণ্ডারকেও কাজে লাগাতে হবে।
এই পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দফতর আশা করছে যে তারা ২০২৫ সালের মধ্যে ৭৫ লাখ হাই প্রেশার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনতে সক্ষম হবে।