উচ্চমাধ্যমিক: প্রাণ কাড়ল পরীক্ষা! একই দিনে মৃত্যু ২ পরীক্ষার্থীর, শোকে পরিবার

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতে আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে মুর্শিদাবাদের তিন পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও পরীক্ষাকেন্দ্রে।

ফারাক্কার অর্জুনপুর কান্তার মোড়ে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মারা যান এক পরীক্ষার্থী। মৃতের নাম নফিল শেখ।ওরঙ্গাবাদ এলাকায় পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মারা যান আরেক পরীক্ষার্থী। মৃতের নাম প্রীতম দাস।

পরীক্ষা শেষে তিন বন্ধুকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন নফিল।ফরাক্কার অর্জুনপুর কান্তার মোড়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তার বাইকের।
এই ঘটনায় নফিলের মৃত্যু হয়।

মুরালিপুকুর হাইস্কুলের ছাত্র ছিলেন প্রীতম।পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান।স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নফিলের পরিবার বেদনায় ভেঙে পড়েছে।প্রীতমের বাবা বিশ্বজিৎ দাস বলেন, “সকালে আমি বলেছিলাম শরীর খারাপ থাকলে পরীক্ষা দিতে হবে না, ও শোনেনি।”

এই দুটি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরীক্ষার্থীদের পরিবার ও পরীক্ষাকেন্দ্রে।পরীক্ষার চাপে শরীর খারাপ হয়ে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে।
পরীক্ষার্থীদের সাবধানে চলাফেরা করতে এবং শারীরিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।