সন্দেশখালিতে নারী নিগ্রহের প্রতিবাদে বিজেপিকে ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

সন্দেশখালিতে নারী নিগ্রহের প্রতিবাদে বিজেপিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বুধ ও বৃহস্পতিবার শর্তসাপেক্ষে ধর্নার অনুমতি দিয়েছেন।
জমায়েত হওয়া ও ধর্না সাংবিধানিক অধিকার। উপযুক্ত কারণ থাকলে এই অধিকার কখনোই বন্ধ করা যায় না।
দেড়শো জনের বেশি জমায়েত হতে পারবে না। মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমস্যা হলে মামলাকারীর ওপরই দায় বর্তাবে।
সুকান্ত মজুমদার ও অন্যরা বুধবার থেকে আগামী দু’দিন গান্ধী মূর্তির পাদদেশে সন্দেশখালির ঘটনার বিরুদ্ধে ধর্নায় বসবেন।
সুকান্ত মজুমদার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। ১৪৪ ধারা জারি আছে এই অজুহাতে বারবার তাকে সন্দেশখালি যাওয়া থেকে আটকানো হয়েছে। পুলিশের সঙ্গে তিনি বারবার বচসাতেও জড়িয়েছেন। প্রথম বার অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন।
সুকান্ত মজুমদার হাইকোর্টের দ্বারস্থ হন। তার যুক্তি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই একই জায়গায় ধর্নায় বসতে পারেন, সেক্ষেত্রে যদি অনুমতির কোনো সমস্যা না হয় তাহলে তার ক্ষেত্রে কেন হবে?
আদালতের রায়:
আদালত সুকান্ত মজুমদারকে শর্তসাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দিয়েছে।