বৌদিকে কুপিয়ে হত্যা, নৃশংস খুনের ঘটনায় দেওর-শাশুড়ি-ননদকে যাবজ্জীবন কারাদণ্ড

গত বছর উত্তর ২৪ পরগনার গোপালনগরে এক গৃহবধূকে কুপিয়ে খুনের ঘটনায় তার দেওর, শাশুড়ি ও ননদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে বনগাঁ মহকুমা আদালত।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে গোপালনগর থানার হাটখোলা এলাকায় ফুলমালা কীর্তনীয়া নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করা হয়।
পুলিশ তদন্তে মৃতার দেওর অমর কীর্তনীয়া, শাশুড়ি সারথী কীর্তনীয়া এবং ননদ রাধিকা কীর্তনীয়াকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ শুনানির পর আদালত রায় ঘোষণা করে।
বিচারক সবপক্ষের সাক্ষ্য ও যুক্তি বিবেচনা করে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।
মৃতার পরিবার আদালতের রায়ে সন্তুষ্ট, অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার ইঙ্গিত দিয়েছেন। এই মামলায় মোট ২৫ জন সাক্ষী দিয়েছেন।
সরকারপক্ষের আইনজীবী সঞ্জয় দাস বলেন, বিচারক দ্রুত শুনানি গ্রহণ করে রায় দিয়েছেন।
মৃতার পরিবার আশা করছিল যে আসামিদের ফাঁসির সাজা হবে।