জেলের খাবারে অসন্তুষ্ট, কারাগারে বিরিয়ানির আবদার কোন্নগর শিশুহত্যায় ধৃত শান্তা-পারভিনের

হুগলির কোন্নগরের আট বছরের শিশু সন্তানকে খুনের অভিযুক্ত মা ও তাঁর বান্ধবী জেলের খাবার খেতে চাইছেন না।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে জেলে বন্দি হুগলির কোন্নগরের আদর্শনগরের বাসিন্দা শান্তা শর্মা এবং ইফফাত পরভিন। জেলের ভাত-রুটিতে তীব্র বিরক্ত শান্তা এবং পরভিন। তাদের দাবি, তাদের বিরিয়ানি, চাইনিজের মতো মুখরোচক খাবার পরিবেশন করা হোক।

পুলিশ জানিয়েছে, জেলের খাবার না পেয়ে তাঁরা জেরার সময় মুখ বন্ধ করে রেখেছেন। এই ঘটনায় তদন্তকারী অফিসাররা হতবাক। পুলিশ আধিকারিকের কথায়, ‘জেলের খাবার খেতে চাইছেন না শান্তা শর্মা এবং তাঁর বান্ধবী ইফফাত পরভিন। তাদের কেউ চাইছেন বিরিয়ানি, কেউ আবার চাইনিজ। ভাত-রুটি কোনও পদই তাদের মুখে রুচচে না। পছন্দের খাবার না পেয়ে তাঁরা মুখ বন্ধ করে রেখেছেন।’

এদিকে, পুলিশের কাছে শান্তা শর্মা কোন্নগরের কনাইপুরের গঙ্গানগরে দুই কাঠা জমি কেনার তথ্য উঠে এসেছে। এই জমি কেনার মধ্যস্থতা করেছিলেন এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, ৭ বছর আগে ৪ লাখ টাকা দিয়ে ২ কাঠা জমি কিনেছিলেন শান্তা।

তবে, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছা লাল যাদবের দাবি, আর্থিক পরিস্থিতি অনুযায়ী শান্তার একার পক্ষে ওই জমি কেনা সম্ভব নয়। তিনি মনে করেন, পারভিন এই জমি কেনার ব্যাপারে আর্থিক সাহায্য দিয়ে থাকতে পারে। এই ঘটনায় তদন্ত চলছে।