কেজরিওয়ালের দলের লোকসভা প্রস্তুতি, দিল্লি ও হরিয়ানায় প্রার্থী ঘোষণা আপের

লোকসভা নির্বাচন আর কয়েকদিন বাদেই। এই নির্বাচনকে মাথায় রেখে দিল্লি ও হরিয়ানায় প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি (AAP)।
হরিয়ানায় AAP কুরুক্ষেত্র লোকসভা আসন থেকে প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও দলীয় সভাপতি সুশীল গুপ্তকে প্রার্থী করেছে। হরিয়ানার 10টি আসনের মধ্যে 9টিতে প্রার্থী দেবে কংগ্রেস। বর্তমানে সবক’টি আসনই বিজেপির দখলে।
দিল্লিতে AAP 4টি আসনে প্রার্থী দিচ্ছে, কংগ্রেস 3টি আসনে। AAP-র প্রার্থীরা হলেন:
নয়াদিল্লি: সোমনাথ ভারতী (বর্তমান বিধায়ক)
পশ্চিম দিল্লি: মহাবল মিশ্র
পূর্ব দিল্লি: কুলদীপ কুমার (বর্তমান বিধায়ক)
দক্ষিণ দিল্লি: সাহিরাম (বর্তমান বিধায়ক)
এই চারজনই AAP-র পুরনো কর্মী ও নেতা। দিল্লি, হরিয়ানা, গুজরাট ও গোয়ায় কংগ্রেসের সাথে জোট করে লড়বে AAP।পঞ্জাবে AAP ও কংগ্রেস আলাদাভাবে লড়বে। AAP 5টি রাজ্যে মোট 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
2019 সালের লোকসভা নির্বাচনে:
দিল্লির 7টি আসনের মধ্যে 5টিতে কংগ্রেস ছিল দ্বিতীয় স্থানে। AAP 2টি আসনে দ্বিতীয় স্থানে ছিল। সব আসনে জয় পেয়েছিল বিজেপি।
বিরোধী জোট “India Alliance”-কে মজবুত করতে দিল্লিতে একসাথে লড়াই করবে AAP ও কংগ্রেস। AAP চণ্ডীগড় লোকসভা আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। গোয়ার 2টি আসনে কংগ্রেস AAP-র সমর্থনে প্রার্থী দেবে। গুজরাটেও AAP ও কংগ্রেস জোট বেঁধে লড়বে। AAP গুজরাটের 2টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে।