চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু যুবকের, শোকে আত্মঘাতী স্ত্রী

এক মর্মান্তিক ঘটনায়, সদ্য বিবাহিত 25 বছর বয়সী অভিষেক আলুওয়ালিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে চিড়িয়াখানায় মারা যান। তার স্ত্রী অঞ্জলি, এই বেদনার তীব্রতা সহ্য করতে না পেরে, বাড়ির বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।
২৫ বছর বয়সী অভিষেক আলুওয়ালিয়া সোমবার তার স্ত্রী অঞ্জলির সাথে দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। দ্রুত তাকে উত্তর পূর্ব দিল্লির কারওয়াল নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর।
এরপর অভিষেক আলুওয়ালিয়ার দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী অঞ্জলি। সবার অলক্ষে বাড়ির বারান্দায় গিয়ে সাততলা থেকে সোজা ঝাঁপ মারেন। রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি। অভিষেক এবং অঞ্জলির মৃত্যুতে শোকাহত দুই পরিবার। ছয় মাস আগেই তাদের বিয়ে হয়েছিল।