মসজিদের অন্দরে ইফতার নিষিদ্ধ! রমজান নিয়ে কড়া সিদ্ধান্ত নিলো সৌদি সরকার

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশ অনুযায়ী, রমজান মাসে দেশের সকল মসজিদে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশিকা অনুসারে, মসজিদের ইমামরাও ইফতারের জন্য কোনও অনুদান সংগ্রহ করতে পারবেন না।

কেন বন্ধ ইফতার?

ইসলামিক বিষয় সংক্রান্ত সৌদি মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, মসজিদগুলিকে পরিষ্কার রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে, মসজিদ সংলগ্ন ভোজ কাউন্টারের একটি নির্দিষ্ট স্থানেই কেবলমাত্র ইফতারের আয়োজন করা যাবে।

রমজানে আরও নিষেধাজ্ঞা:

রমজান মাসে নামাজ চলাকালীন মসজিদের অন্দরে ক্যামেরা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রমজানের আজান কোনওভাবেই সম্প্রচারিত হবে না।

রোজার উপর বিশেষ জোর:
সৌদি সরকার রমজানের পবিত্র মাসে সঠিক নিয়ম মেনে রোজার উপবাস রাখার উপর বিশেষভাবে নজর দিতে বলেছেন মুসলিম নাগরিকদের।

কট্টরপন্থার বিরুদ্ধে প্রচেষ্টা:

মধ্য প্রাচ্যের এই দেশটি কট্টরপন্থী মনোভাব থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিন্স সালমানের বিদেশ নীতির উপর ভিত্তি করে এই প্রচেষ্টা শুরু হয়েছে।

অর্থনৈতিক নীতি:

প্রিন্স সালমান তেলের উপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কাটিয়ে দেশের অর্থনীতিতে আরও উন্নতি করতে চাইছেন। পর্যটন এই উন্নয়নের অন্যতম ভূমিকা নেবে বলেই অনুমান শাসকের। ২০৩০ সাল পর্যন্ত তেলের উপর নির্ভরতা কেটে যাবে বলেই মনে করছেন ক্রাউন প্রিন্স।