মুক্তির আগে সিবিআই ও আদালতকে দেখাতে হবে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ডকুমেন্টারি, নির্দেশ বম্বে হাইকোর্টের

নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’-এর মুক্তির আগে আইনি জটিলতা দেখা দিয়েছে। সিবিআই এই ডকুমেন্টারির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে। বম্বে হাইকোর্ট নেটফ্লিক্সকে নির্দেশ দেয় সিবিআই ও আদালতকে ডকুমেন্টারিটি দেখাতে। ২৯ ফেব্রুয়ারি আদালতে পরবর্তী শুনানি।

২৩ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’। সিবিআই এই ডকুমেন্টারিটি তদন্তে বাধা সৃষ্টি করবে বলে আদালতে অভিযোগ করে। আদালত নেটফ্লিক্সকে নির্দেশ দেয় ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিবিআই ও আদালতকে ডকুমেন্টারিটি দেখাতে। নেটফ্লিক্স জানায়, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত ডকুমেন্টারিটি মুক্তি দেওয়া হবে না।

২০১৫ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তার মেয়ে শিনা বোরাকে হত্যার অভিযোগে। ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব ও বর্তমান স্বামী পিটারও এই মামলায় গ্রেফতার হন। ২০২২ সালে ইন্দ্রাণী জামিন পান। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘দ্য ইন্দ্রাণী মুখোপাধ্যায় স্টোরি: বেরিড ট্রুথ’।

২৯ ফেব্রুয়ারি আদালত এই ডকুমেন্টারির উপর নিষেধাজ্ঞা দেবে কিনা তা নির্ধারণ করবে। নেটফ্লিক্স আদালতের নির্দেশ মেনে চলবে বলে আশা করা হচ্ছে।

এই ডকুমেন্টারিতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারও রয়েছে। সিবিআই মনে করে এই ডকুমেন্টারি তদন্তে প্রভাব ফেলতে পারে।