2024-এ বাড়বে বেতন! কর্মীদের মুখে হাসি আনল নতুন সমীক্ষার রিপোর্ট

মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে দেশজুড়ে খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির আশায় রয়েছেন কর্মচারীরা। আগামী অর্থবর্ষ (2024-25) কত টাকা বাড়বে মাইনে? এই প্রশ্ন নিয়ে মার্চ আসার আগেই তুঙ্গে উঠেছে জল্পনা।
বেতন বৃদ্ধির সম্ভাবনা:
Aon নামের একটি বহুজাতিক সংস্থার সম্প্রতি প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে গড়ে 9.5 শতাংশ মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে।
2022 থেকে এই প্রবণতা চলে আসছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কোন খাতে কতটা বেতন বাড়তে পারে:
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, উৎপাদন খাতে লগ্নিকারী সংস্থাগুলির কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। তাঁদের মাইনে বাড়তে পারে 10.1 শতাংশ।
অন্যদিকে পণ্য লেনদেনের সঙ্গে যুক্ত কোম্পানি 9.7 শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করতে পারে।
পরিষেবা প্রদানকারী সংস্থায় বেতন বাড়বে সবচেয়ে কম। মার্চের পর 8.2 শতাংশ বেশি টাকা নিয়ে বাড়ি ফিরবেন কর্মীরা।
স্টার্ট আপ ও তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের বেতন গত বছরের তুলনায় কম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 2023-এ তাদের গড়ে বেতন বেড়েছিল 9 শতাংশ। এবার তা 8.5 শতাংশ হবে বলে মনে করা হচ্ছে।
বহুজাতিক সংস্থাগুলির ক্ষেত্রে কর্মীদের বেতন 9.8 থেকে 9.9 শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন Aon-র সমীক্ষকরা।
অন্যান্য দেশের তুলনায়:
সমীক্ষা অনুযায়ী, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার চেয়ে ভারতে বেশি টাকা মাইনে বাড়তে চলেছে।
মজুরি বৃদ্ধির নিরিখে দ্বিতীয় স্থানে থাকবে বাংলাদেশ।
তৃতীয় ও চতুর্থ স্থান পেতে পারে যথাক্রমে চিন ও জাপান।
এই তিন দেশে কর্পোরেট কর্মীদের বেতন বাড়তে পারে যথাক্রমে 7.3, 5.7 ও 3.6 শতাংশ।
মুদ্রাস্ফীতির কারণে বেড়ে যাওয়া জীবনযাত্রার খরচ মেটাতে কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ দিক।