প্রভাব খাটিয়ে স্কুলে শিক্ষিকার চাকরি! গ্রেফতার প্রাক্তন SSC চেয়ারম্যানের স্ত্রী

স্কুল সার্ভিস কমিশনের (SSC) পশ্চিমাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল CID। বুধবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছিলেন। ২০১৯ সালের নভেম্বর মাসে জেসমিন খাতুন ইন্দপুরের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃত বিভাগের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। ২০১৫ সালের SSC ‘বাতিল প্যানেলে’ এই চাকরির ঘটনায় আদালতের নির্দেশের জেরে অভিযোগ দায়ের করেছিলেন বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক।
আদালতের নির্দেশে CID ঘটনার তদন্ত শুরু করে। বুধবার CID জেসমিন খাতুনকে গ্রেফতার করে।
আইনজীবী সৌরিশ মুখোপাধ্যায় বলেন, “নিয়োগপত্রে জাল ছিল না। কিন্তু, ২০১৫ সালে একটা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তিনি ২০১৯ সালে চাকরি পান। এক্ষেত্রে তিনি বেনিফিসিয়ারি। তাঁর নিয়োগপত্রটা সঠিক নয়। কেউ প্রছন্ন রেকমেন্ড করেছে বলে বলা হচ্ছে।”
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষ কান্তি বেরা বলেন, “নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোর্টের নির্দেশ মতো আমরা FIR করেছিলাম। আর সেই বিষয়ে CID তদন্তে নেমেছিল। তদন্ত শুরু হয়েছে। তবে গ্রেফতারির বিষয়টি এখনও জানা নেই। আমরা তাঁর বেতন বন্ধ রাখার একটি চিঠি স্কুলে পাঠিয়েছি। যতদিন না পর্যন্ত কোনও আদেশনামা আসে ততদিন বন্ধ রাখা হবে বেতন। তাঁর নিয়োগটা সঠিকভাবে হয়নি বলে অভিযোগ ওঠে।”