৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ED দফতর থেকে বেরোলেন দেব, কী জানালেন তৃণমূল সাংসদ?

গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকে আজ বুধবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারিতেও এই মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সূত্রের খবর, গরু পাচার মামলায় তলব করা হয়েছিল দেবকে। এর আগে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসেও তাঁকে তলব করা হয়।
ইডি দফতর থেকে বেরিয়ে দেব সাংবাদিকদের বলেন, “যা যা প্রশ্ন করা হয়েছিল, আমি উত্তর দিয়েছি।” তবে তিনি কোন মামলায় তাঁকে ডাকা হয়েছিল এবং কী কী প্রশ্ন করা হয়েছিল, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
দেব জানান, তদন্ত চলছে। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, “বেশি দেরি করলে ফ্লাইট মিস করব।”
সূত্রের খবর, গরু পাচার মামলায় এনামুল হকের সঙ্গে দেবের যোগসূত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনামুল হক গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও গরু পাচার মামলায় সিবিআই দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল।