তেলের দাম ডলারে, শ্রীলঙ্কায় চালু নতুন কোটা ব্যবস্থা

বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়াতে এবার নতুন পথ ধরলো শ্রীলঙ্কা। দেশটিতে এখন থেকে ডলারে মূল্য পরিশোধ করলে তেলপ্রাপ্তি নিশ্চিত করবে সরকার। এর জন্য চালু করা হয়েছে নতুন কোটা ব্যবস্থা। খবর ব্লুমবার্গের।
গত রোববার (৩ জুলাই) লঙ্কান জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা এক টুইটে জানিয়েছেন, সম্ভাব্য ক্রেতাদের অবশ্যই রাষ্ট্রীয় সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশনে একটি ভোক্তা অ্যাকাউন্ট খুলে এক মাস আগে অর্থ জমা দিতে হবে। আগামী ১২ জুলাই থেকে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার সিএএল ব্যাংকের গ্লোবাল মার্কেটস অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রধান দেশন পুষ্পরাজাহ বলেন, আমি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণাকে শ্রীলঙ্কায় ডলারের মজুত বৃদ্ধিতে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছি। সিলন পেট্রোলিয়াম করপোরেশন ডলারে অগ্রাধিকার দেওয়ায় সিলন ইলেকট্রিসিটি বোর্ডসহ অন্যান্য গ্রাহকরাও আগামীতে অনুরূপ ঘোষণা দিতে উদ্বুদ্ধ হতে পারে।
ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকটে ওষুধ-জ্বালানির মতো জরুরি পণ্য আমদান করতে পারছে না শ্রীলঙ্কা। জ্বালানির চাহিদা কমাতে সম্প্রতি সশরীরে অফিস-স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটি। দক্ষিণ এশিয়ার একসময়ের অন্যতম পর্যটনকেন্দ্র শ্রীলঙ্কার রাস্তাঘাট আজ খা খা করছে। কেবল পেট্রলপাম্পগুলোর সামনে দিনরাত লেগে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
সংকট কাটাতে সাহায্যের আশায় গত সপ্তাহে কাতার গিয়েছিলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী। এছাড়া জ্বালানি আমদানির জন্য ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলার ক্রেডিট লাইন অনুমোদনের আশা করছে দেশটি।