উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মীদের বিক্ষোভ, বাতিল হলো EC র বৈঠক

রাজ্য সরকারের আপত্তি উপেক্ষা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রশাসনিক ভবন ঘিরে ফেলে এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকা হলেও কর্মচারীদের আন্দোলনের চাপে বৈঠক বাতিল করতে বাধ্য হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান উপাচার্য সি এম রবীন্দ্রনকে নিয়ে রাজ্য সরকারের আপত্তি থাকা সত্ত্বেও সোমবার এই বৈঠক ডাকা হয়েছিল।

বৈঠক শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাজির হয় পুলিশ। প্রশাসনিক ভবনের সমস্ত গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। অন্যদিকে, কর্মচারীরাও প্রশাসনিক ভবনে ঢুকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাঁদের অভিযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ রয়েছে।

রাজ্য সরকার এই উপাচার্যের সভাপতিত্বে এগজিকিউটিভ কমিটির বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে। তার পরেও কেন বৈঠক ডাকা হচ্ছে – এই প্রশ্ন তুলেছিলেন কর্মীরা। শেষ পর্যন্ত অবশ্য বৈঠক বাতিল করেন কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, “শুক্রবার উচ্চ শিক্ষা দপ্তর থেকে মেইল করে এগজিকিউটিভ কমিটির বৈঠক বাতিলের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ছুটি থাকায় উপাচার্যকে সেটা জানানো সম্ভব হয়নি। আজই উপাচার্যের কাছে সেই মেইল পাঠানো হয়। তার পরে উপাচার্যই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন।”

এই ঘটনায় রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন কর্মচারীরা। তাদের দাবি, রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করে উপাচার্য বৈঠক ডেকেছিলেন। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের লঙ্ঘন।