‘বিদেশে ওপেন সেক্স প্রচলিত’…বিতর্কে অনন্যা, মেয়র করলেন শো-কজ়

এই সময়: অভিনেত্রী তথা কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

অনন্যা এ দিন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমি একটি রূপকধর্মী গল্প বলছি। বিদেশে ওপেন সেক্স প্রচলিত। এক ফাদার গাড়িতে চার্চে যাচ্ছিলেন। পথে লিফট চান এক নান। ফাদার তাঁকে গাড়িতে তুলে শরীরে হাত দিতে থাকেন। নান ফাদারকে বলেন, তাঁর বাইবেলের ১১২ নম্বর আর্টিকেল পড়া আছে। চার্চে পৌঁছে বাইবেল খুলে ফাদার দেখেন, ১১২ নম্বর আর্টিকেলে লেখা ‘গভীরে যাও। আরও গভীরে যাও। তবেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে’।’

রাতে এক ফেসবুক পোস্টে মেয়র ফিরহাদ হাকিম লেখেন, ‘বাজেট অধিবেশনে বক্তৃতায় পুরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে। আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ় ভাবে জানাচ্ছি যে, ওঁর এই মতের সাথে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে। ওঁর কাছে তৃণমূল পুরদলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।’

মেয়রের পোস্টের প্রেক্ষিতে অনন্যা বলেন, ‘আমি একটি রূপকধর্মী গল্প বলেছি। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কেউ দুঃখ পেলে তার জন্যে ক্ষমাপ্রার্থী।’

চেয়ারপার্সন রায় মালা রায় সোমবার বিকেলে বলেন, ‘তৃণমূল সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। সব ধর্মকে ভালোবাসে। তাই কোনও ধর্মীয় ভাবাবেগ আঘাত পাবে, এমন কোনও কাজকে আমাদের দল কখনও সমর্থন করে না।’