“মণিপুরের সঙ্গে তুলনা করবেন না!”-সন্দেশখালি আবেদনে ‘জানিয়ে’ দিলো সুপ্রিম কোর্ট

সন্দেশখালিতে সম্প্রতি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটে।এই ঘটনার তদন্তের জন্য সিট গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়।
সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয় এবং আবেদনকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়।

হাইকোর্টে শুনানি চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আইনজীবী সন্দেশখালিতে তাদের যাওয়ার অনুমতি চান।
রাজ্য সরকার আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাদের যাওয়ার অনুমতি না দেওয়ার পক্ষে যুক্তি দেয়।হাইকোর্ট নতুন করে জারি করা ১৪৪ ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং আগামী সাত দিনের জন্য বহাল থাকবে বলে নির্দেশ দেয়।

বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, আজ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারবেন বিরোধী দলনেতা।আদালত রাজ্যকে সতর্ক করে জানিয়ে দেয়, আপাতত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্যকে।

গুরুত্বপূর্ণ দিক:
সুপ্রিম কোর্ট মণিপুরের ঘটনার সাথে সন্দেশখালির তুলনা টানতে বারণ করে।হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায়, আগের শুনানিতে ১৪৪ ধারা খারিজের নির্দেশ কেন বাতিল করা হলো।বিচারপতি কৌশিক চন্দ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যেতে অনুমতি দেন, তবে কোনওরকম উস্কানিমূলক বক্তব্য পেশ করতে পারবেন না বলে নির্দেশ দেন।

আগামী পদক্ষেপ:
বসিরহাটের পুলিশ সুপারকে আগামী শুনানিতে রিপোর্ট দিয়ে জানাতে হবে, ১ ফেব্রুয়ারি থেকে এদিন পর্যন্ত ক’টি এফআইআর হয়েছে।
পরের সোমবার ফের শুনানি হবে মামলার।

বিশ্লেষণ:
এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে।আগামী দিনগুলিতে এই ঘটনার রাজনৈতিক পরিণতি কী হবে তা দেখার বিষয়।