100 দিনের টাকা A/c ঢুকবে ১ মার্চের আগেই, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে MGNREGA প্রকল্পের জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।
প্রাথমিকভাবে, ১ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও, জব কার্ড হোল্ডারদের সংখ্যা পুনর্বিবেচনা করে তারিখটি এগিয়ে আনা হয়েছে।বর্তমানে, রাজ্যে প্রায় ২৪ লাখ ৫০ হাজার জব কার্ড হোল্ডার রয়েছেন।
টাকা ফেরতের প্রক্রিয়া:
২৬ ফেব্রুয়ারি: জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে টাকা ফেরতের প্রক্রিয়া উদ্বোধন করা হবে।
২৬ ফেব্রুয়ারি থেকে: ধাপে ধাপে রাজ্যের ২৪ লাখ শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে: সমস্ত শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা।
সহায়তা কেন্দ্র:
জেলায় জেলায় একশো দিনের শ্রমিকদের জন্য সহায়তা শিবির চালু করা হয়েছে।এই শিবিরে জব কার্ড হোল্ডারদের নাম, পরিচয় পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ সমস্ত নথি যাচাই করে নতুন করে আবেদনের সুযোগ মিলছে।১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত জেলা ব্লকে ব্লকে এই সহায়তা শিবির করার কথা জানানো হয়েছে।
লোকসভা নির্বাচনের আগে এই একশো দিনের টাকা দেওয়ার বিষয়টিকে প্রচারের অন্যতম অঙ্গ হিসেবে ব্যবহার করবে রাজ্যের শাসক দল।