Digha: দিঘা যাওয়ার পথে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা! উলটে গেল যাত্রী বোঝাই বাস

আজ ভোরবেলা, আসানসোল থেকে দিঘাগামী একটি SBSTC বাস কাঁথি ঢোকার আগে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। বাসটিতে আনুমানিক ৬০ জন যাত্রী ছিলেন। বাস রাস্তার ধারে উলটে যাওয়ার পর স্থানীয় মানুষ ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে। একজন শিশু আহত হয় এবং তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, দিঘা যাওয়ার রাস্তায় বাস দুর্ঘটনা নতুন নয়। পুলিশ বারবার ট্রাফিক বিধি মেনে নির্দিষ্ট গতিতে বাস চালানোর ব্যাপারে সচেতনতা জারি করলেও অনেক ক্ষেত্রেই বেপরোয়া ভাবে বাস চলাচলের অভিযোগ উঠে আসে। কিছুদিন আগেই দিঘায় একটি বাস দুর্ঘটনার ঘটেছিল।
৩০ জানুয়ারি: দিঘায় একটি যাত্রীবাহী বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়।
কারণ: ঘন কুয়াশা
প্রভাব: রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এই দুর্ঘটনা বাস চালানোর সময় সাবধানতা অবলম্বনের গুরুত্বের উপর আলোকপাত করে। ট্রাফিক বিধি মেনে চলা এবং নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর মাধ্যমে এধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব।