Aadhaar Card : আধার আতঙ্কে হাঁড়ি চড়েনি গ্রামের বাড়িতে, উদ্বিগ্ন বাসিন্দারা

জামালপুরের জৌগ্রাম, আঝাপুর ও আবুজহাটির প্রায় সাতশো পরিবারের মাথায় বাজ পড়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) থেকে পাঠানো চিঠিতে তাদের আধার ডিঅ্যাক্টিভেট করার কথা জানানো হয়েছে। এই ঘটনায় ভিটে হারানোর ভয়ে গ্রামবাসীরা আতঙ্কিত।
মতুয়া সম্প্রদায়ের এই পরিবারগুলোর সদস্যরা মনে করছেন, এর পিছনে রাজনীতি কাজ করছে। তাদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে সমর্থন করেছিল। পরে তারা তৃণমূলে চলে আসেন। সামনে লোকসভা ভোট। তাই ভোটে তৃণমূলের পক্ষে ঝুঁকে পড়ার ভয়ে তাদের আধার বাতিল করা হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক থেকে টাকা তোলাও বন্ধ হয়ে গেছে। তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে তাদের জন্ম এবং তাদের ভোটার কার্ডও আছে।
তৃণমূল এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে। দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলছেন, এটা সিএএ চালু করার প্রক্রিয়া।
বিজেপি অবশ্য রাজনীতির অভিযোগ অস্বীকার করেছে। দলের যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহরায় বলছেন, বিষয়টি মানবিকতার দিক থেকে দেখা উচিত।
এই ঘটনা শুধু জামালপুরেই সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকেও আধার ডিঅ্যাক্টিভেট করার খবর এসেছে।
এই পরিস্থিতিতে গ্রামবাসীরা হতাশ ও আতঙ্কিত। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।