Gangasagar: শিগ্রই তৈরি হবে কংক্রিটের ব্রিজ, সড়ক পথেই যাওয়া যাবে গঙ্গাসাগর

গঙ্গাসাগর মেলা – পুণ্যার্থীদের জন্য এক বিরাট আধ্যাত্মিক অনুষ্ঠান। কিন্তু মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে পড়া এই মেলার এক বেদনাদায়ক দিক। প্রতি বছর আতঙ্কের রাত কাটাতে হয় পুণ্যার্থীদের। সুন্দরবনবাসীদের জন্যও এই যাত্রা কষ্টের।এই দুঃস্বপ্নের অবসান ঘটতে চলেছে গঙ্গাসাগর সেতুর মাধ্যমে। রাজ্য বাজেটে এই সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
সেতু সম্পর্কে তথ্য:
দৈর্ঘ্য: ৩.১ কিলোমিটার
সংযোগ: লট নম্বর আট থেকে কচুবেড়িয়া
নাম: গঙ্গাসাগর সেতু
নির্মাণকাল: তিন বছর
ব্যয়: ১ হাজার ২০০ কোটি টাকা
প্রথম বছরের বরাদ্দ: দুশো কোটি টাকা
সেতুর সুবিধা:
পুণ্যার্থীদের যাতায়াত সহজ হবে।
নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সুন্দরবনবাসী।
সাগরদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন হবে।
পর্যটন বৃদ্ধি পাবে।
সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তারা।
সেতুটি সুন্দরবনবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি গঙ্গাসাগরকে দেশের অন্যতম বৃহত্তম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।