BigNews: লোকসভা ভোটের আগেই ৩ কমিটি থেকে ইস্তফা, দেবকে নিয়ে শুরু জল্পনা

ঘাটালের সাংসদ দেব, লোকসভা নির্বাচনের আগেই তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছেন। জেলাশাসক দফতর সূত্রে জানা গেছে, তিনি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং বীরসিংহ ডেভলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

লোকসভা নির্বাচন বাদ?

এই ইস্তফার জের ধরে দেবের লোকসভা নির্বাচনে লড়াই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে মনে করছেন, তিনি হয়তো নিম্নকক্ষের বদলে উচ্চকক্ষের দিকে মনোযোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেবকে রাজ্যসভা ভোটে এগিয়ে দিতে চাইছেন? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

অফিস অফ প্রফিট:

উল্লেখ্য, লোকসভা বা রাজ্যসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হন তাঁরা অফিস অফ প্রফিটের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। তাই দেবের এই পদত্যাগকে অনেকেই নির্বাচনী প্রস্তুতির সাথে যুক্ত করে দেখছেন।

দলের প্রতিক্রিয়া:

তবে দেবের ইস্তফা প্রসঙ্গে এখনও তিনি নিজে মুখ খোলেননি। তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূলের দাবি, দেবের পদত্যাগের কোনও খবর আপাতত নেই।

শংকর দলুইয়ের সাথে সম্পর্ক:

ঘাটালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের সঙ্গে দেবের সম্পর্ক কারও কাছে অজানা নয়। কিছুদিন আগেই দেব একটি সাক্ষাৎকারে ‘ফুল টাইম’ সাংসদের কথা উল্লেখ করেছিলেন। এরপরেই দলের অন্দরেই তাঁর তৃতীয়বার লোকসভা নির্বাচনে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠছিল।

মমতার প্রশংসা ও সতর্কতা:

সম্প্রতি জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেবের প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে। পাশাপাশি শংকর দলুইকে তিনি সতর্কও করেছিলেন।

জল্পনা তুঙ্গে:

লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন এই তারকা সাংসদের ইস্তফা নিয়ে জল্পনা বাড়ছে জেলা রাজনৈতিক মহলের অন্দরেই। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি দলীয় নেতৃত্ব।