DPSC-ভবনের সামনে ফের মাথা কামিয়ে আন্দোলন, জারি চাকরি প্রাথীদের আমরণ অনশন

২০০৯ সালের চাকরি প্রার্থীরা দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা দফতরের সামনে আমরণ অনশন শুরু করেছেন। ১৮৩৪ জনের প্যানেল প্রকাশের দাবিতে, তাঁরা শুক্রবার থেকে এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রতিবাদের অংশ হিসেবে, একজন চাকরি প্রার্থী শুক্রবার এবং আরেকজন শনিবার তাদের মাথা মুণ্ডন করেছেন। এই চুল তাঁরা ক্যান্সার রোগীদের জন্য দান করবেন বলে জানা গেছে।

এক মহিলা আন্দোলনকারী বলেন, “আমরা বারবার সিপিএসসিতে হাজিরা দিচ্ছি, কিন্তু চেয়ারম্যান আমাদের দিকে তাকানোর সময় পাচ্ছেন না। কালকে একজন আমাদের মাথা মুণ্ডন করেছেন, আজ আরও একজন করছেন।”

অন্য একজন আন্দোলনকারী বলেন, “আমরা ১৫ বছর ধরে যন্ত্রণায় ভুগছি। মুখ্যমন্ত্রী ১ মিনিটের জন্য আমাদের সাথে দেখা করতে পারছেন না। লালবাজারে আটক হয়ে যাচ্ছি।”

এর আগে, মহিলা এসএলএসটি চাকরিপ্রার্থীরা আন্দোলনের হাজার দিনে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিলে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, নিয়োগের দাবিতে মাসের পর মাস ধরে রাজ্যে চলছে আন্দোলন। আদালতে চলছে মামলা। বিভিন্ন ক্ষেত্রে নির্দেশও দিয়েছে আদালত। তারপরেও নিয়োগ মেলেনি বলে অভিযোগ। যার জেরে বারেবারেই আন্দোলনের পথ বেছে নিতে রয়েছে চাকরি প্রার্থীদের।