ইতিহাসের আজকের এই দিনের কিছু উল্লেখনীয় গুরুত্বপূর্ণ ঘটনা (৪ ফেব্রুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৬২৮- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৯৫২- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
১৯৭২- বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
২০০৪- সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

জন্ম:
১৯১৮- বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়। তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার (বর্তমানে ঠাকুরগাঁও জেলা) বালিয়াডাঙ্গি উপজেলায় জন্ম তার। তিনি ছিলেন দিনাজপুর জিলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। জনপ্রিয় কাল্পনিক চরিত্র টেনিদা তারই সৃষ্টি। নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯৭০ সালে ৬ নভেম্বর ৫৩ বছর বয়সে মারা যান।
১৯২১- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ।
১৯২২- ভারতীয় কণ্ঠশিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী।
১৯২৫- জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।
১৯৩৬- বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার। তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এ ছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তার কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
১৯৮৬- বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

মৃত্যু:
১৯১২- বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনোমোহন বসু।
১৯৭৪- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
১৯৭৪- বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।
১৯৯০- ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী।
১৯৯৮- ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ।

দিবস:
বিশ্ব ক্যান্সার দিবস।