‘মৃত্যুবরণ করব, তবু BJP-র সঙ্গে জোট করব না!’ ক’দিন আগেই মন্তব্য করেছিলেন নীতীশ কুমার

সাত বছর আগে, লালু প্রসাদ যাদব নীতীশ কুমারকে “বিষাক্ত সাপ” বলেছিলেন। তিনি বলেছিলেন যে নীতীশ দু’বছর পর পর দল বদলান। সেই সময়, নীতীশ কুমার বিজেপি থেকে বেরিয়ে আরজেডির সঙ্গে জোট করেছিলেন। এবার, সেই নীতীশ কুমার আবার বিজেপিতে ফিরে এসেছেন।
এই ঘটনায় বিহারের রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লালু যাদব এবং তার কন্যা রোহিনী আচার্য নীতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে নীতীশ কুমার একজন বিশ্বাসঘাতক।
এর মধ্যেই নীতীশের একটি পুরনো ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ফের তিনি বিজেপিতে যোগ দেবেন কি না। বিহারের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, ‘প্রশ্নই ওঠে না! মৃত্যুবরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না। ওরা অনেক চেষ্টা করেছে। আমাকে দলে টানার জন্য। তেজস্বী ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা করেছে। এখন আবার ওরা একই জিনিস করছে।’ নীতীশ যখন এ কথা বলছেন, তখন তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা লালু পুত্র তেজস্বী যাদব।
সেই নীতীশ কুমারই পালটি খেলেন। এ প্রসঙ্গে তেজস্বী যাদব বলেন, ‘খেলা এখনও অনেক বাকি রয়েছে। ২০২৪ সালের পর JDU দলটাই আর থাকবে না। BJP-কে ধন্যবাদ জানাব, ওরা JDU-কে ফিরিয়ে নিয়েছে।’
নীতীশ কুমারের এই সিদ্ধান্তের কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করেন যে তিনি রাজনীতির ক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ মনে করেন যে তিনি বিজেপির সমর্থনেই বিহারের পরবর্তী নির্বাচনে জয়ী হতে চান।
যাই হোক না কেন, নীতীশ কুমারের এই সিদ্ধান্ত বিহারের রাজনীতিকে নতুন করে গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে।